Posts

কবিতা

মহান মুক্তিযুদ্ধ

June 11, 2024

মোঃ সিফাত আল ইসলাম

বাংলাদেশ একটি স্বাধীন দেশ
যা ছিল আগে পরাধীন দেশ,
১৯৭১ সালের দিনগুলো ছিল কষ্টের
তখনকার সাধারণ মানুষদের।

তখন হয়েছিল মহান মুক্তিযুদ্ধ
চারদিকে ঘটেছিল বিদ্রোহ,
নয় মাসের যুদ্ধ হলো
বাংলাদেশ স্বাধীন হলো,
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করল বাংলাদেশ
লাল সবুজের পতাকা নিয়ে জয়ের আনন্দে
মেতে উঠেছে বাংলাদেশ।

স্বাধীনতা ছিনিয়েছে এনেছে যারা
এদেশের গর্ব তারা,
তাদের কথা মানুষ
কখনো ভুলবেনা,
তারা থাকবে অমর
যারা করছে সমর।

Comments

    Please login to post comment. Login