পোস্টস

কবিতা

অন্তরের আলোক

১১ জুন ২০২৪

সিয়াম

মূল লেখক সিয়াম

আলোকের খোঁজে আমি বারুদের দ্বারে যাই,

বারুদ কইলো – ❝চিরকাল তোমারে রাখার মতো আলোক তো আমার নাই!

আমার মনের চূর্ণ কালা শ্যামেরই মতোন।

একবার লাগিলে আগুন জ্বলিয়া যাইবে, সব বৃথা তব যতন।❞

❝আলোক যদি না-ই বা দিবা, আশার বাত্তি দিলে জ্বলে ক্যান? 

তোমারে পাইতে যে করলাম দূর তপস্যার ধ্যান!

পার হইলাম কলব ভর্তি বিষের সমুদ্দুর, 

আশা মনে পাইবো দিলে আসমানের ওই নূর!

ইল্লা ভুইলা আল্লা ধরতে তোমার পানে চাইলাম পানা, 

অদ্য তুমি এই আমার অন্তর কাইট্টা করলা ফানা ফানা!❞

❝ধ্যান-তপস্যা, আল্লার জিকির আইবো না কোনো কামে।

চক্ষু খুইলা মানুষ তুমি খুঁজো ধর্ম মানব নামে।❞

এই শুইনা আমার অন্তর কান্দে নিরন্তর –

❝ও হায়, হায় হায়, আলোক কইগো জ্বলে যে অন্তর!❞


 

২৫ এপ্রিল, ২০২৪। রাত ১২টা ৫২ মিনিট। 

পূর্ব রাজাবাজার, ঢাকা।