পোস্টস

চিন্তা

ভাগ্য (সত্যি ঘটনা)

১১ জুন ২০২৪

মোঃ সিফাত আল ইসলাম

একটি মুরগি ছিল। তার ১২টি বাচ্চা ছিল। একটি বাচ্চার চোখে ফোঁসকা পড়েছিল। সে অসুস্থ ছিল। প্রায় মরেই যাবে এমন অবস্থা। বারবার হারিয়ে যায়। ছোট বাচ্চা মায়ের খুব কম আদর পেয়েছে। দেখতে না পেয়ে বাচ্চাটা কিছু খায় না। না খেয়ে থাকে। একদিন অন্য একটি বড় মুরগি থোঁকর দিয়ে তার চোখের একটা পাতা খুলে দিল। সে এখন একটি চোখে দেখে। একদিন সে তার মা আর ভাই-বোনের সাথে হাঁসের খাঁচায় ঢুকে খাবার আনতে গিয়েছিল। তার মা আর ভাই-বোন সবাই বাইরে চলে এলো। কিন্তু সে বের হতে পারল না। হাঁস যখনই দৌড়াদৌড়ি শুরু করল তখন মুরগির বাচ্চাটা হাঁসের পায়ের তলে পড়ে গেল। সে তখন কিছুটা বেঁচে ছিল। ১ ঘণ্টা পর হাসের খাঁচা থেকে লেখক বাচ্চাটিকে বের করল। কিছুক্ষণ পর বাঁচ্চাটি ওখানেই মারা গেল। সবাই দুঃখ পেল।