Posts

বাংলা সাহিত্য

কপাল মানে

June 11, 2024

মোঃ সিফাত আল ইসলাম

127
View

কপাল বোঝা যায় কাল
কুমোরদের বলা হয় পাল

কপাল মানে ভাগ্য-পাওয়া
বড় গাড়ি করে কোথাও যাওয়া,
ভালো কিছু পাওয়া
ভালো কিছু চাওয়া

গুরুজনে বলিয়া গিয়াছেন–
কপাল যাহার ভালো সে তো বড় ভাগ্যবান
কথাটি খাঁটি সত্য
কেউ মিথ্যা বানাতে পারবেনা এটাকে চিরকাল।

খাঁটি হলেও কথাটি মিথ্যা নয়গো ভাই
ভালো কপাল হলে সবসময় সবারই ভালো কিছু চাই

ভাগ্য খারাপ যাহার
অবস্থা খারাপ তাহার,
বিশ্বাস করো খোদাকে
কপাল ভালো হবে তাহার
অশুভ আটকাতে পারবেনা তাহাকে

Comments

    Please login to post comment. Login