কপাল বোঝা যায় কাল
কুমোরদের বলা হয় পাল।
কপাল মানে ভাগ্য-পাওয়া
বড় গাড়ি করে কোথাও যাওয়া,
ভালো কিছু পাওয়া
ভালো কিছু চাওয়া।
গুরুজনে বলিয়া গিয়াছেন–
কপাল যাহার ভালো সে তো বড় ভাগ্যবান
কথাটি খাঁটি সত্য
কেউ মিথ্যা বানাতে পারবেনা এটাকে চিরকাল।
খাঁটি হলেও কথাটি মিথ্যা নয়গো ভাই
ভালো কপাল হলে সবসময় সবারই ভালো কিছু চাই।
ভাগ্য খারাপ যাহার
অবস্থা খারাপ তাহার,
বিশ্বাস করো খোদাকে
কপাল ভালো হবে তাহার
অশুভ আটকাতে পারবেনা তাহাকে।