Posts

কবিতা

সভ্যতার পরে

June 12, 2024

সাইখ আল তমাল

Original Author সাইখ আল তমাল

121
View

বিদায় জানাই
চিরতরে
উলটানো নুড়ি পাথরের গায়ে লেখা থাকুক
তোমাকে ভালোবাসি
আবার যখন ধ্বংস হবে সভ্যতা
প্রত্নতত্ত্ব হয়ে ধরা দেবে
তোমাকে ভালোবাসার কথা
স্মৃতি মুছে ফেলা কি যায় সহজে!
ভোরের দোয়েল শিস দিয়ে মনে করিয়ে দেয়
সদ্য পাপড়ি মেলে ধরা শুভ্র শাপলা
মনে করায় তুমি সুন্দরতম
তোমার জন্য শহরজুড়ে ভরা পূর্ণিমা
দেওয়ালজুড়ে ভালোবাসার গ্রাফিতি
বিপ্লবী প্রেমিকের লড়াই
জোড়া শালিকের চেয়েও অটুট
সহজেই কি ভোলা যায়?

Comments

    Please login to post comment. Login