বিদায় জানাই
চিরতরে
উলটানো নুড়ি পাথরের গায়ে লেখা থাকুক
তোমাকে ভালোবাসি
আবার যখন ধ্বংস হবে সভ্যতা
প্রত্নতত্ত্ব হয়ে ধরা দেবে
তোমাকে ভালোবাসার কথা
স্মৃতি মুছে ফেলা কি যায় সহজে!
ভোরের দোয়েল শিস দিয়ে মনে করিয়ে দেয়
সদ্য পাপড়ি মেলে ধরা শুভ্র শাপলা
মনে করায় তুমি সুন্দরতম
তোমার জন্য শহরজুড়ে ভরা পূর্ণিমা
দেওয়ালজুড়ে ভালোবাসার গ্রাফিতি
বিপ্লবী প্রেমিকের লড়াই
জোড়া শালিকের চেয়েও অটুট
সহজেই কি ভোলা যায়?
121
View