Posts

কবিতা

মাঝরাতের পানশালায় বসে

June 12, 2024

সব্যসাচী

Original Author সব্যসাচী

ব্যারাকের সৈন্যরা যদি অস্ত্রবিহীন যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে

এবং জীবিত মানুষ দিয়ে কবরগুলো যদি পূর্ণ করা হয়

রাষ্ট্রের জন্য বিষয়গুলো কি সত্যিই দুশ্চিন্তা হয়ে দাড়াবে?

একজন উন্মাদ কবির অপঘাতে মারা যাবার ঘটনা অবশ্য দুর্লভ—

তবে ভালোবাসায় পিষে যাওয়া মোটেও অস্বাভাবিক নয়।

কিংবা নরকের সিড়ি বেয়ে হাসতে হাসতে একজন মহান পুরুষের পদযাত্রা—

বাস্তবতার অস্তিত্ব প্রমাণে মানুষের কী লাভ?

শুনেছি প্রেমিকাদের বয়স খুব দ্রুত বাড়ে—কিন্তু এখনো প্রাক্তনকে দেখি ঠিক প্রথমবারের মতো।

বনের কোনো এক পানশালায় বসার পর চোখে পড়লো

সমস্ত যুদ্ধের অবসান ঘটিয়ে একজন ইহুদীকে বুকে জড়িয়ে আছেন হিটলার—

তবু আজো পৃথিবীর আকাশে পোড়া মাংসের ঘ্রাণ

আমার দেহের গ্রীল তুমি উপভোগ করছো সম্ভ্রান্ত রেস্তোরায়—

কিংবা গ্রীষ্মের ভাঙা দুপুরে পৃথিবীপৃষ্ট পুড়ছে আমার শব

পচা শামুকের আঘাতে কাটা পায়ের রক্ত দিয়ে নৈশভোজ সাড়ছে একটি অর্ধদগ্ধ সাপ।

আর মাঝরাতে আমি শূন্যতার কফিন নিয়ে বাড়ি ফিরছি...

Comments

    Please login to post comment. Login