Posts

কবিতা

বাসন্তী 

June 12, 2024

ARIFUL ISLAM BHUIYAN

88
View

পাকা পাকা বিবর্ণ পাতা সব,

ঝরে পড়ে নীরবে,

শীত এসে চলে গেলো,

বসন্তের মোহরুপে।

জরাজীর্ণ ঝেরে ফেলে,

নতুনের প্রস্তুতি,

আর কতো অপেক্ষা,

আসবে রে বাসন্তী।

দিন যায়, মাস যায়, আসে যায় বছর,

কেউ বলে বাড়ে আবার কমে যে বয়স!

মায়াঘেরা প্রীতিডোরে,

বেড়ে ওঠা ধীরে ধীরে,

পথচলা সময়ের, শ্বাশ্বত বিধানে।

সুখ আর দুঃখ কেউ কারো অরি নয়,

একে একে দুই দুটো, জীবনের সাথী হয়।

ভাবি সব দুঃখ, কেন সুখ হয়না,

দুঃখ কেন যে, পিছু কভু ছাড়েনা।

সাজাবো থরে থরে, সুন্দরে সুন্দর,

নোঙ্গর রাখব আলোকিত বন্দর।

জীবনের আশা-তরী, ভিড়বে একে একে,

চলবে বিনিময়, জীবনের সব খানে।
 

রচনাঃ

৩০/১১/২০১২ ঈসায়ী সাল।

পূর্ব নয়াটোলা,

Comments

    Please login to post comment. Login