Posts

কবিতা

সত্য সন্ধানী

June 12, 2024

ARIFUL ISLAM BHUIYAN

বেহাল রুপ দেখিতে কে চায় বলো?

অপরুপা এ পৃথিবীর ;

কারা হারাবে সত্য নিশানা?

সত্য সুবাস ছড়াবে ধরিত্রীর?

সত্যের ঘোষক, ধ্বজাধারী বীর,

কোথায় বসবাস এ অবনীর?

সত্যের সমারোহ ঘটাবে কোন জন?

সৃজিবে কা'রা সত্যের কানন?

অবিনাশী সত্য, চিরঞ্জীব প্রিয়তম,

ধূসর পৃথিবীতে আর কি চাওয়া!

সুন্দর অনন্ত, সত্য চির-ভাস্বর,

হীরে কণা সব একে একে পাওয়া।

সত্য পূজারী, সত্য সন্ধানী প্রিয়তমা!

নিত্যদিন সত্যের গান গেয়ে যাওয়া।

প্রিয়তম যে মোর, অনন্ত কালের স্রষ্টা,

প্রভাত-গোধূলী লগনে সদা,

তাঁর গান গাওয়া।
 

৩০/০৪/২০০৬ ঈসায়ী সাল।

Comments

    Please login to post comment. Login