পোস্টস

কবিতা

জীবন তরী

১২ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

জীবন তরীর এ কি হল হাল,

মাঝে মাঝে পাল ছিঁড়ে বেসামাল,

হাজারো ঢেউয়ের তর্জনগর্জন,

নির্ভীক চিত্তে করিতে অর্জন।

পথে পথে বাঁধা হবে,

কেটে যাবো একে একে,

মানবোনা বাঁধা, শুনবনা কথা,

চলে যাব, দিয়ে যাব দিশা।

তুমি থাক ভীত হয়ে,

রবনা একাকি বসে,

লড়ব, চলব নিশান উড়িয়ে যাব,

সত্য ধ্বজা রবেই অম্লাণ,

যাই যাবে যাক দেহ মোর প্রাণ,

সহাস্যে মৃত্যুকে আলিঙ্গন করিব।
 

২৬/০২/২০০৫ ঈসায়ী সাল