বজিয়রে উল্লাস,ে মোর চোখ হাসে
আজ, ঠোঁট হাসে তার রূপ পাশ,ে
সুখ আঁশুতে বুক ভাস।ে
রক্ত নাচে টগবগ,ে মোর অরুন-তরুণ,
রক্ত রাগ,ে সোনা রোদরে মখমল,ে
জীবন জুড়,ে সৃষ্টি সুখরে উল্লাস।ে
সব পরাজয়, পদানত,
শত্রু সনো হস্তগত,
জয়রে নশোয় মত্ত ছলি,
অস্ত্রসহ, অস্র বহিীন যোদ্ধা শত।
অশ্রু ধারার লক্ষ নদী,
রক্ত ধারা নরিবধ,ি
বয়ছেলি জয় অবধ,ি
রুপ-অপরুপ সমাজ, জাত,ি
সব হারয়িে রক্তি অত,ি
মুঠোপুরে বজিয়-পত।ি
নর্যিাতনরে দীঘল রাত,ি
লম্বা ছলি নইেকো যত,ি
ভোররে আশায় মনরে বাত,ি
দোলাচলে নভিলো বুঝ!ি
সারি সারি বীর বাঙ্গালী,
দশেরে তরে প্রাণটি সঁপ,ি
শত্রু সনোর গতরি যত,ি
বুলটে বুকে আগলে রাখ।ি
র্সূযোদয়রে নূতন আভায়,
নূতন করে প্রাণ ফরিে পায়,
ঝরা-র্জীণ সব টুট,ি
অরুণ রবরি আঁচল তল,ে
স্বপ্ন হাসে স্বাধীণ বশে,ে
সব পরাধীণ ছুট।ি
০৬/১২/২০১৭ ঈসায়ী সাল।
মধুবাগ, রমনা, ঢাকা।
This is a premium post.