Posts

পোস্ট

Let Them Miss You

February 27, 2024

অনিরুদ্ধ রনি

Original Author অনিরুদ্ধ রনি

752
View
"আমি সবসময় চার শব্দের একটা ছোট্ট বাক্যে বিশ্বাস করি:
"Let them MISS you"
'কষ্ট হয়' , 'পারি না' , 'হয় না' - এই কথাগুলা দুর্বলদের জন্য... নিজেকে দুর্বল ভাবার কোন কারণ নাই... শক্ত হইতে হবে... শক্ত হওয়া ছাড়া পৃথিবীতে টিকে থাকা খুব কঠিন !!

যে মানুষটা ভাবে, তাকে ছাড়া আমার চলবেই না এবং এইটা ভেবে সে যাচ্ছেতাই ব্যবহার করে বা হুট করে দূরে সরে যায় কিংবা কারণে অকারণে Ignore করে... সেই মানুষটাকে কিছু একটা বুঝিয়ে দেয়া দরকার !!
সবসময় নত হওয়াটা ঠিক না... একটুতেই গলে গেলে খুব বিপদ... মাঝে মাঝে অবহেলার বিপরীতে নিজের ছুটে যাওয়াটা থামাতে হয়... মাঝে মাঝে অবহেলার বিপরীতে অবহেলা করতে হয় !!
নিজেকে এই প্রশ্নগুলো করতে হবেঃ
সবসময় আমি একাই কেন তার দরজায় কড়া নাড়বো ?
আমি একাই কি তাকে Miss করি নাকি ?
সে কি আমাকে Miss করে না ?
Let them Miss you ... যদি সে তোমাকে Miss করে, নিজ থেকেই সে আসবে তোমার কাছে ... আর যদি সে Miss না করে, তাহলে খুব সম্ভবত তার জীবনে তোমার কোন মূল্য নেই ... যার জীবনে তোমার কোন মূল্য নেই, তার জন্য কষ্ট পাওয়ার কোন মানেই হয় না ... কারো জন্য কারো জীবন থেমে থাকে না !!"

Comments

    Please login to post comment. Login