Posts

কবিতা

কী এক বিষন্ন অন্ধকার হাতে নিয়ে বসে আছি

June 12, 2024

মোঃ আল আমিন

221
View

পৃথিবীর সব সুর থেমে গেছে যেনো 

নক্ষত্রের রাত নিভে গেছে বিষন্ন সব মেঘে 

পুকুরের জল ঘেঁষে বেড়ে ওঠা হিজল তলার ঘাট

নীরবতায় সাক্ষী হয়েছে নিরাশ শূন্য চোখ জোড়ার

পাখিদের গান যারে ছোঁয়না আর উৎকন্ঠার বিষে 

এই বুঝি মিশে যায় প্রেম, 

হৃদয় ছিঁড়ে বেরিয়ে যায় তোমায় পাওয়ার আশা

তুমি কি দেখছোনা নীলাঞ্জনা,

পৃথিবীর সব আলো কেড়ে নিচ্ছে গোধুলির রঙ

একটা নীরব অন্ধকারে ঢেকে যাচ্ছে জীবনের আলো

কী এক বিষন্ন অন্ধকার হাতে নিয়ে বসে আছো 

কী এক বিষন্ন অন্ধকার হাতে নিয়ে বসে আছি 

পৃথিবীর সব সুর থেমে যায় যেনো 

থেমে যায় বাতাসের গান, পাখিদের কলতান 

উবে যায় মগডাল বেয়ে ওঠা চতুর্দশীর চাঁদ। 

২২ মে, ২০২৪

Comments

    Please login to post comment. Login