পোস্টস

কবিতা

কী এক বিষন্ন অন্ধকার হাতে নিয়ে বসে আছি

১২ জুন ২০২৪

মোঃ আল আমিন

পৃথিবীর সব সুর থেমে গেছে যেনো 

নক্ষত্রের রাত নিভে গেছে বিষন্ন সব মেঘে 

পুকুরের জল ঘেঁষে বেড়ে ওঠা হিজল তলার ঘাট

নীরবতায় সাক্ষী হয়েছে নিরাশ শূন্য চোখ জোড়ার

পাখিদের গান যারে ছোঁয়না আর উৎকন্ঠার বিষে 

এই বুঝি মিশে যায় প্রেম, 

হৃদয় ছিঁড়ে বেরিয়ে যায় তোমায় পাওয়ার আশা

তুমি কি দেখছোনা নীলাঞ্জনা,

পৃথিবীর সব আলো কেড়ে নিচ্ছে গোধুলির রঙ

একটা নীরব অন্ধকারে ঢেকে যাচ্ছে জীবনের আলো

কী এক বিষন্ন অন্ধকার হাতে নিয়ে বসে আছো 

কী এক বিষন্ন অন্ধকার হাতে নিয়ে বসে আছি 

পৃথিবীর সব সুর থেমে যায় যেনো 

থেমে যায় বাতাসের গান, পাখিদের কলতান 

উবে যায় মগডাল বেয়ে ওঠা চতুর্দশীর চাঁদ। 

 

 

২২ মে, ২০২৪