পোস্টস

কবিতা

কবিতা (প্রিমিয়াম)

১২ জুন ২০২৪

Sawpon Biswas

পাথর খুঁড়ে শব্দ বুনি
স্বপন বিশ্বাস
শব্দ হারানোর নেশায় মত্ত আমি
একটা শব্দ ধরতে গেলে উড়ে অন্যসব
ব্যর্থ হলে ভেংগে পড়ে ক্লান্ত প্রেমের সিড়ি
চোখের জলে দুঃখ নেমে অথৈ জলে ভাসি।
নিত্য নতুন পাথর খুঁড়ে শব্দ বুনি রাশি
হৃদয় নিংড়ে জল ছিটিয়ে ভেজাই চাষের মাটি
রাত্রি শেষে শব্দ গুলো মিশে কবিতায়
পাতায় পাতায় খুজে ফেরে রঙিন পৃথিবী।
ফসল তোলার নেশা নিয়ে সাজায় আঙ্গিনা
শুন্য ক্ষেতের কিনারাতে আমি সর্বহারা
হারিয়ে যাওয়ার দুঃখ দিয়ে নতুন শব্দ কিনি
হৃদ পিঞ্জরে ছিটিয়ে দিয়ে নতুন ফসল বুনি।
স্বপন বিশ্বাস
শালিখা মাগুরা
১১/৬/২৪

এটি একটি প্রিমিয়াম পোস্ট।