Posts

গল্প

ঝর ঝর মুখর বাদল দিনে (Premium)

June 12, 2024

সাফি আল মেহেদী

0
sold
এক শান্ত নিরব শরৎ এর, কোন এক কাক ডাকা ভোরে ঢাকা শহরে একটি মরদেহ খুঁজে পাওয়া খুব বেশি অস্বাভাবিক ঘটনা না। কিন্তু মরদেহটির মাথা দেহ থেকে আলাদা করা, এই ব্যাপারটিতে খানিকটা অস্বাভাবিকতা আর গা ছমছমে ব্যাপার তো আছেই। মরদেহটি পাওয়া গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনের পশ্চিমে, প্লাটফর্ম থেকে খানিকটা দূরে এক টানেলের কাছে। একটা টোকাই প্লাস্টিকের বোতল খুঁজতে গিয়ে, একটা বস্তা দেখতে পায়, বস্তা দেখে ভেতরে কি আছে জানার জন্য, বাধন খোলে তারপর লাশটি দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তৎক্ষণাৎ সেখানে লোকজন জরো হয়, কেউ একজন মতিঝিল থানায় ফোন করে। সেখান থেকেই সিনিয়র ইন্সপেক্টর রেহান এর ওপর কেসটির তদন্ত ভার বতলায়। লাশটির শুধু মাথাটায় কাটা, বাকি কাপড় চোপড় সব ঠিকঠাক পড়া ছিল। পকেটে মানিব্যাগ, স্যামসাং গ্যালাক্সি নোট নাইন মোবাইল ফোন সহ সবকিছুই অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login