সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ভাব। সকাল পেরিয়ে দুপুরের দিকে বর্ষা কালের আসল চেহারা নিয়ে আকাশে মেঘেরা হাজির হলো। বৃষ্টি মাথায় নিয়েই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। অফিস শেষের এই সময়টাতে প্রায়ই এই 'বাবার দোয়া' বাসে করে বাসায় ফেরা হয়। বাসে বসেই বাবার দোয়া নাম টা নিয়ে বেশ ভাবনা চিন্তা করলাম। বাস মালিকের কেনইবা বাবার দোয়ার এতো দরকার হলো! মানুষের যেমন ভাবনার শেষ থাকে না তেমনি ভাবনার বিষয়গুলোরও লাগাম থাকে না। মানুষ কতো কিছু নিয়েই না কতো রকম ভাবনা ভাবে! ভাবতে লাগলাম এই মুহুর্তে আমার কি নিয়ে এতো ভাবনা? বউয়ের টেক্সটবুকের ফ্রয়েডিও তত্ব নিয়ে ভাবাও তো আমার কাজ নয়.................................................