Posts

উপন্যাস

সে ছিল ভুল স্মৃতি (Premium)

June 12, 2024

আল মামুন

0
sold
রিধিকাকে মনের কথাগুলো বলার জন্য একদিন রাস্তায় দাঁড়িয়ে ছিল তামিম।
- রিধীকা, শোনো
- হ্যাঁ, বলেন
- আসলে, আমি...আমি বলতে চাচ্ছিলাম যে
- কি বলতে চাচ্ছেন বলেন
- আচ্ছা আজ না বলি অন্য কোনোদিন বলব
এটা বলে তামিম এক দৌড়ে ওখান থেকে চলে এসেছে। রিধীকা তামিমের দৌড় দেয়া দেখে হাসতে থাকে। অবশ্য এটা দেখার পর যে কেউ হেসে দিত।
রাতে তামিম তার কাক্কু আশরাফের রুমে গেল
- কি করছ কাক্কু?
- দেখিস না কি করি পড়াশোনা করছি। আর তুই পড়া বাদ দিয়ে হঠাৎ আমার খোঁজ নিতে আসলি যে, মতলব কি তোর?
- মতলব আর কি হবে দেখতে আসলাম তুমি আমার জন্য কোনো ছোট আম্মু পটাতে পেরেছ কিনা!
- ছোট আম্মু পটাবো মানে, কি বলতে চাচ্ছিস!?
- থাকতে পারে না তোমার একটা গালফ্রেন্ড
- আর গালফ্রেন্ড, আমাদের মতো মধ্যবিত্তদের গালফ্রেন্ড থাকতে নেই রে পাগলা
তামিম আশরাফের সব কথাতে কান দিল না। শুধু এটা ভেবে নিল তার কাক্কু প্রেম করেনি তার থেকে কোনো টিপস সে পাবে না। ভাবতে ভাবতে তার রুমে চলে গেল।
পরদিন স্কুলে তামিম একটা কলমের হেডের মধ্যে -

রিধীকা
আই লাভ ইউ
ইতি তামিম

লিখে রিধিকার ব্যাগের পকেটে পেছন থেকে চুপিসারে দিয়ে দিল।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login