পোস্টস

কবিতা

বিশ্বে আজি নিঃস্ব যারা

১২ জুন ২০২৪

কবি মোকছেদ আলী

মূল লেখক কবি মোকছেদ আলী

বিশ্বে আজি নিঃস্ব যারা, তোলো সবাই অগ্নি ঝড়
বিত্তশালীর চিত্ত সুখে আঘাত হানো ভয়ংকর। 
অট্টালিকায় আঘাত হানো, কেঁপে উঠুক থরথর
ভেঙে পড়ে ধূলায় লুটুক বিত্তশালীর বসত ঘর। 
গরিব দুঃখী বসত করে রেল লাইনের কোলে বসে
অট্টালিকা গড়ছে ধনী এই গরিবের রক্ত চুষে। 
দু’মুঠো ভাত পায় না গরিব, ক্ষুধার জ্বালা যন্ত্রণা 
সমাজ সেবক দেয় না কিছু, মুখে শুধু সান্তনা। 
গরিব দুঃখীর মুখের খাবার, সমাজ সেবক খাচ্ছে গ্রাসে 
সিংহের মতো গর্জে উঠে সর্বহারা কাঁপছে ত্রাসে।
কাঙালেরা কপাল পোড়া, বলে এসব বিধির লেখা
মুছে ফেলো মনরে এ ভুল, ছিনে আনো জয়ের টিকা। 
সর্পের মতো ফণা তুলে অত্যাচারীকে ছোবল মার
গর্ব তাদের খর্ব করে ধ্বংস করো অহংকার। 
অন্ধকারে আছ যারা, অগ্নিশিখা ধরো হাতে 
ঘুমের ঘোরে রাত কেটোনা, জেগে উঠো আঁধার রাতে। 
গরিবেরা অর্ধমরা, মরার কেন করো ভয় 
হায়দারী হাক ডেকে তোমরা ধরায় আনো বিপর্যয়। 
ধর্ম বর্ণের নাই ভেদাভেদ হিন্দু কিংবা মুসলমান 
গরিব দুঃখী কাঙাল যারা, তোলো সবাই ঝড় তুফান।