পোস্টস

কবিতা

থাকবো তোমার বারো মাসে

১২ জুন ২০২৪

নাসির ফরহাদ

আমার কথা মনে হলে, বুকটা ভরে শ্বাসটা নিও।

একাকিত্বে জানলা খুলে, হাতটা তুমি বাড়িয়ে দিও।

কষ্ট পেলে উদাস হয়ে, আকাশ পানে তাকিয়ে থেকো।

আমি আছি চিত্তে তোমার, আছি শিরা উপশিরায়।

পাবে তোমার ইন্দ্রিয়তে, পাবে খুঁজে দেহের পাড়ায়।

আবেগ ভরা উড়ো চুমু, উড়িয়ে দিও পূবালবায়ে।

শীতল মনে প্রেমের চাদর, জড়িয়ে নিও নগ্ন গায়ে।

মলিন কভু করো নাকো, ঠোঁটের কোণের এই হাসি টা

ভোরের গানের পাখি হয়ে, জেগে ওঠো সাঁঝের বেলা।

ইচ্ছে হলেই খুঁজো আমায়, শিশির ভেজা কচি ঘাসে।

নানান রূপে আছি তোমার, থাকব তোমার বারো মাসে।

বাসলে ভালো থাকবো কাছে, ছায়া সঙ্গী হয়ে তোমার।

লিপস্টিক হয়ে থাকবো ঠোঁটে, বোতাম হয়ে থাকবো জামার।

থাকবো স্পর্শে অনুভবে, অনুভুতির সবটা জুড়ে।

ইচ্ছে হলেই পাবে আমায়, চাইলে পাশে সোহাগ ভরে।