পোস্টস

কবিতা

রূপ দেখিয়া

১২ জুন ২০২৪

নাসির ফরহাদ

রিনিক ঝিনিক চলার ছন্দ

কি যে মধুর আহা রে।

থেকে থেকে ঝঙ্কার তুলে

অগ্নিবীণার তারে।


 

চলার ছন্দে কোকিল ডাকে

দূরে ফাগুন বনে।

বক ঝাপ্টায় সাদা ডানা

তিথিয়া পরাণে।


 

পলাশ ঢাকা কোকিল ডাকা

এ মধুর লগনে।

জারুল শিমুল হেঁসে কুটি

দুলে মৃদু বানে।


 

কি আনন্দ চার দিকে আজ

রূপ দেখিয়া মুগ্ধ সমাজ।

ধানসিঁড়ি আর ইছামতি

কলকলিয়ে চলে।


 

মনে আগুন, বনে ফাগুন !

কমছে হাহাকার।

বকের সারি উড়ে উড়ে

ছুঁয়েছে পাহাড়।


 

ক্লান্ত দেহে পরশ বুলায়

মিষ্টি হাঁসির শীতলতা

এই ফাগুনে রূপ দেখিয়া,

ভুলে গেছি মর্ত ব্যথা।