Posts

কবিতা

রূপ দেখিয়া

June 12, 2024

নাসির ফরহাদ

86
View

রিনিক ঝিনিক চলার ছন্দ

কি যে মধুর আহা রে।

থেকে থেকে ঝঙ্কার তুলে

অগ্নিবীণার তারে।


 

চলার ছন্দে কোকিল ডাকে

দূরে ফাগুন বনে।

বক ঝাপ্টায় সাদা ডানা

তিথিয়া পরাণে।


 

পলাশ ঢাকা কোকিল ডাকা

এ মধুর লগনে।

জারুল শিমুল হেঁসে কুটি

দুলে মৃদু বানে।


 

কি আনন্দ চার দিকে আজ

রূপ দেখিয়া মুগ্ধ সমাজ।

ধানসিঁড়ি আর ইছামতি

কলকলিয়ে চলে।


 

মনে আগুন, বনে ফাগুন !

কমছে হাহাকার।

বকের সারি উড়ে উড়ে

ছুঁয়েছে পাহাড়।


 

ক্লান্ত দেহে পরশ বুলায়

মিষ্টি হাঁসির শীতলতা

এই ফাগুনে রূপ দেখিয়া,

ভুলে গেছি মর্ত ব্যথা।

Comments

    Please login to post comment. Login