নদী পাড়ের ছেলে আমি থাকি জেলের ঘরে
তারপরে ঠিক নদী ভরা দিগন্ত এক চরে
ওই চরে এক আসতো মেয়ে নাম ছিলো না জানা
যেন নীরব বুকের ভেতর করতো আনাগোনা।
একলা মেয়ে থাকতো চেয়ে নদীর নীলাভ জলে
কি যেন কি ভাবতে গিয়ে ভাসে দুঃখের ঢলে
যেই একাকী ডাহুক পাখি আসতো মেয়ের পাশে
বলতো কথা বুকের ব্যথা তারেই ভালোবেসে।
নদীর চরে সেই মেয়েটি আর আসে না ফিরে
স্বপ্ন ছিলো অজানা এক ভালোবাসা ঘিরে
ডাহুক পাখির মতো মেয়ে আসতো ফিরে যদি
আমি তোমার হতাম না হয় বয়ে চলা নদী।