Posts

গল্প

অদ্ভুত ৫

June 12, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

76
View

আমি খুব চঞ্চল প্রকৃতির ছেলে । ছোট থেকেই খুব ইন্টারেস্ট জ্বিন-পরী নিয়ে। সবার কাছে শুনতাম জ্বিন পরীর গল্প । গায়ে কাঁটা দিয়ে উঠত গল্প গুলা শুনে । রোমাঞ্চিত হতাম । ভালোই লাগতো । কি অদ্ভুদ গল্প গুলা! কিসের নাকি এটা ওটা এনে দেয়,মিষ্টি খাওয়ায়,পরীর দেশে নিয়ে যায়। শুনে এত কৌতুহল হতাম যে কৌতুলের ঠ্যালায় আমার ছোটতে খুব শখ হতো ইশ্ আমাকে যদি জ্বিন-পরী ধরতো! ভাবতাম জ্বিন ধরলে দোস্ত বানাবো । এটা ওটা এনে নিবো ওর দাঁড়ায় । আর পরী ধরলে পরীর দেশে গিয়ে ঘুরে আসবো। বাড়িতে সবাইকে একথা বলে বেড়াতাম । কিছুদিন পর একদিন রাতে হঠাৎ চেয়ার দ্বারা মেঝে ঘষা শব্দে ঘুম ভাঙ্গলে চোখ মেলেই দেখি এক ভয়ংকর চেহার বিশাল আকৃতির কোনো জীব আমাকে চেয়ার দিয়ে মুখে মারতে ধরতেছে, তখন ই আমি বিকট শব্দে চিল্লান দেই একটা । পরে চোখ খুলে দেখি কেউ নেই । পরে আম্মু আসলো রুমে । পরে সব বলার পর এক হুজুর কে বললাম সব। তখন তিনি বললেন আমি নাকি একদিন এক জ্বিন এর গায়ে থু দিছিলাম রাস্তায়। এটা ঐ জ্বিন সহ্য করে পারে নাই। তাই আমাকে মারতে চেয়েছিল। তারপর ঐ হুজুর ঐ জ্বিন কে তাড়ায় দিছিলো। এরপর আমি আর কোনোদিন জ্বিন-পরীর পাল্লায় পড়ার শখ করি নাই ।

Comments

    Please login to post comment. Login