পোস্টস

কবিতা

তারপর— বসন্ত

১২ জুন ২০২৪

MIZAN FARABI

তারপর— আরও কথা থেকে গেলো

বসন্ত এসে গেল ঠিক 

হেমন্ত যাবার পালা, আর হিমেল বাতাস

মাটিতে পড়ে থাকা ফুলের ঘ্রাণ

অতঃপর, কতপর থেকে গেলো কথা

কে জানে কার কথা মনে?

হয়নি বলা তাকে—

তবুও হৃদয়ের সবটুকু জানে

 

 

তারপর— প্রানের সাথে প্রাণ

আসে কার ঘ্রাণ;

আসে ফুল নাকি বসন্ত

আবছায় কুয়াশার মত

কে কথা কয়? 

অনেক কথা বলেছি গোপনে

হৃদয়ের যতটুক মানে

কেঁপে উঠে বুক, বেদনা অসুখ।

হয়নি বলা তাকে—

বসন্তের ফুল যেন তার ভেসে ওঠা মুখ।

 

 

তারপর— পথ ফিরে চাই, যেদিকে তাকাই

বাউরি বিকেল ওই শিমুলের ফুল

উড়ে যাওয়া পাখি—

চেয়ে কেন থাকি?

বাসন্তী সাজে এলোকেশী চুল

হয়নি বলা তাকে—

ভালোবাসি ফুল, বসন্ত বকুল।