পোস্টস

কবিতা

তুমি নেই জেনেও

১২ জুন ২০২৪

MIZAN FARABI

তুমি নেই জেনেও আমি ভালো আছি

বেশ ভালোই কাটছে আমার দিনকাল—

তোমাকে ঘিরে আমার ক্লান্তি ও কান্না কোনটাই নেই;

অতীত নেই, নেই ভুলে যাওয়ারও শোক

তবে, একটু মনে রাখি হৃদয়ের কাছাকাছি ছিলো কোন নাম, এই নাম হৃদয় জুড়ে ছিলো,—

থাকাটা আপেক্ষিক, আপেক্ষিক থাকার চেয়ে চলে যাওয়াই ভালো; যে চলে যায় তারে ফেরানোর কোন ছল ও কৌশল আমার জানা নেই।
 

আমি জানি, যে মনের মানুষ ফেলে যায়

সে শোকে ও দুখে ভোগে, ভুগতে হয় এমন অসুখে

চলে যাওয়ার যে বেদনা তারে বয়ে বেড়াতে হয় বুকে;

এমন পরিস্থিতিতে মানুষ;—

আলো রেখে অন্ধকারে যেতে চায়

কিন্তু প্রেমিক মন বুঝে উঠতে পারে না এই অকালে চলে গেলেও অন্তরের হাহাকার বন্ধ হয় না!
 

আমার অবশ্য এসব জানার ইচ্ছেও নেই—

আমি জানি, এসব জেনে দুই পা বাড়িয়ে আবারও 

ফেরত আসতে হয় এবং এসেছে শত প্রেমিকযুগল

তার চেয়ে না যাওয়াই ভালো

এই ভাবনা আমাকে টানে না!

আমার হৃদয় আর ভাবায় না সুহাসিনী প্রেমিকারে;
 

তবুও তুমি নেই জেনে আমি ভালো আছি

বেশ ভালোই কাটছে আমার দিনকাল।