Posts

গল্প

অদ্ভুত ৯

June 12, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

মামির চিৎকার শুনে পাশের ক্লিনিকের গেইটম্যান এবং ওয়ার্ডবয় ঘটনাস্থলে পৌঁছান।তারা মামার পরিচিত ছিলেন।মামাকে খুব দ্রুত সেখানে তারা ডেকে আনেন।ততক্ষণে মামির দাঁত লেগে গিয়েছিল।বেশ কিছুক্ষণ পর মামির জ্ঞান ফেরে।মামি তখনও বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল।যাই হোক।এভাবে বেশ কয়েকদিন মামি অসুস্থ ছিল।তারপর মামির বাচ্চা না হওয়া পর্যন্ত মামা মামিকে তার বাবার বাড়িতেই রেখে যায়।এই ঘটনাটির বিষয়ে মামি সবসময় একটাই কথা বলেন,"আমার মুখে বড় চর্বিজাতীয় থেলথেলে একটা নোনতা বস্তু এসে পরছিল।আমি রক্তের স্পষ্ট গন্ধ পাইছিলাম"।তবে আশ্চর্যের বিষয়টা হলো মামা এবং বাকিদের একই কথা "আমরা সেদিন সেখানে কিছুই দেখি নাই।আমরা যখন সেখানে যাই তখন দেখি শুধু তোমার মামি সেখানে অজ্ঞান হয়ে পরে আছে এবং তার হাতে একটি লোহার পেরেক ছিল।"আপনারা হয়ত অনেকেই জানেন যে জ্বীন,পরী,পিচাশ এরা আগুন এবং লোহাকে ভয় পায়।সেদিন সেই লোহার পেরেকটি সাথে নেওয়ার জন্যই হয়তো মামি এবং তার গর্ভে থাকা আমার মামাতো ভাইটা বেঁচে গেছিল।আজ ৮ বছর পেরিয়ে গেছে।আমার মামাতো ভাইটা এখন ক্লাস ২ তে পড়ে।.......সমাপ্ত.......

Comments

    Please login to post comment. Login