পোস্টস

কবিতা

নজরুল

১২ জুন ২০২৪

MIZAN FARABI

প্রিয় নজরুল তুমি এ মাটিতে ঝরিয়েছো ঘাম,

অগ্নীবিনা আর বিষের বাঁশিতে লিখা নাম।

দোলনচাঁপা আর ব্যথার দানেও তুমি সেরা,

রিক্তের বেদনে তুমি দেখিয়েছিলে বিশ্বটা ঘেরা।
 

তোমার ভাঙার গানে জেগে উঠে প্রলয় শিখা,

তোমার কাব্য কথা হৃদয়ের ক্যানভাসে লিখা।

সন্ধ্যা ও সাম্যবাদী প্রাণে প্রাণে তুলেছে যে ঝড়,

বিদ্রোহী কবিতায় আজো কাঁপে শাসকের ধর।
 

ছাউনিতে ছাউনিতে তোমার লেখনি ফেলে সাড়া,

নতুন চাঁদের মাঝে তুমি আনো অনাবিল ধারা।

নিজ মহিমায় আজো কথা বলে সেই সঞ্চিতা,

খুঁজে ফেরে দিকে দিকে আজো সেই বঞ্চিতা।
 

সকাল বেলার পাখি জিঞ্জিরেও লিখেছিলে তুমি,

এনেছিলে স্বাধীনতা-স্বাধীন এক জন্মভূমি।

সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা প্রিয় কবি নজরুল,

ভুলবনা আর আমরা তোমার বাবরি দোলানো চুল।