আমাদের সয়ে গেছে,
সয়ে গেছে মানুষ পোড়া গন্ধ
খেকো জিভের লালায় মগজ ডুবছে,
মুনাফা, লাভ-ক্ষতির হিসেবে
হিসেব না মেলায় দুশ্চিন্তা!
সয়ে গেছে মানুষ পোড়া গন্ধ
খেকো জিভের লালায় মগজ ডুবছে,
মুনাফা, লাভ-ক্ষতির হিসেবে
হিসেব না মেলায় দুশ্চিন্তা!
কংক্রিটের ইউনিট করা থরে থরে শ্মশান,
দাঁড়িয়ে আছে ব্যস্ত শহরের বাস্তবতা হয়ে।
খবরে, ব্যানারে, সোশ্যালে ফাঁপা শোকের পটপটানি,
সমব্যাথির মুখোশে ধান্দাবাজির কচকচানি,
এগ্রেসিভ মার্কেটিং-এর নতুন সংযোজন
ভয়হীন ২০০% নিরাপদ নিশ্চয়তা বিনোদন!
দাঁড়িয়ে আছে ব্যস্ত শহরের বাস্তবতা হয়ে।
খবরে, ব্যানারে, সোশ্যালে ফাঁপা শোকের পটপটানি,
সমব্যাথির মুখোশে ধান্দাবাজির কচকচানি,
এগ্রেসিভ মার্কেটিং-এর নতুন সংযোজন
ভয়হীন ২০০% নিরাপদ নিশ্চয়তা বিনোদন!
সময় হলো ভুলে যাওয়ার, ভুলেই তো যাচ্ছি।
প্রিয় মানুষের অস্তির ছাই অবেলায় বৃষ্টিতে ধুয়ে যায়,
উড়ে যায় দমকা হাওয়ায় মিশে,
একবিংশ শতকে শোকের আয়ু ক্ষণস্থায়ী
অর্থহীন অর্থের মোহে বিবেকও অস্থায়ী!
১১০০, ১৬০০, ৩২০০ বর্গফুটের হিসেব কষে
করতে হবে সুরক্ষিত পরিবেশ বান্ধব নকশা,
শ্মশানে শোকরে শক্তি করে হবে ব্যবসা।
প্রিয় মানুষের অস্তির ছাই অবেলায় বৃষ্টিতে ধুয়ে যায়,
উড়ে যায় দমকা হাওয়ায় মিশে,
একবিংশ শতকে শোকের আয়ু ক্ষণস্থায়ী
অর্থহীন অর্থের মোহে বিবেকও অস্থায়ী!
১১০০, ১৬০০, ৩২০০ বর্গফুটের হিসেব কষে
করতে হবে সুরক্ষিত পরিবেশ বান্ধব নকশা,
শ্মশানে শোকরে শক্তি করে হবে ব্যবসা।
বেইলি রোডের গপ্প খতম,
ভিন্ন চরিত্র, একই নাটক,
ভিন্ন মঞ্চ, নতুন বীভৎসতার প্রতীক্ষা,
সবই আমাদের সয়ে গেছে
লোভের লালায় মগজ ডুবে
পারফিউমে মিশে গেছে
মানুষ পোড়া উৎকট গন্ধ...
ভিন্ন চরিত্র, একই নাটক,
ভিন্ন মঞ্চ, নতুন বীভৎসতার প্রতীক্ষা,
সবই আমাদের সয়ে গেছে
লোভের লালায় মগজ ডুবে
পারফিউমে মিশে গেছে
মানুষ পোড়া উৎকট গন্ধ...