Posts

গল্প

অদ্ভুত ১৪

June 12, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

একদিন তাড়াহুড়ো করে বাড়ি থেকে নানিবাড়ি থেকে বের হলাম মামার সাথে সভা শুনতে। মাহফিল শুনতে যাওয়ার পথে গাড়ি পাওয়াটা সহজ হলেও আসার বেলায় তা কঠিন হয়ে গেল। তাই মামা ভ্যাগ্নে নি:শব্দ পায়ে পায়ে হেঁটে চলছি।
প্রচুর কুয়াশা চারিদিকে এমন সময় হঠাৎ টর্চলাইটের আলো জ্বালিয়ে মামা বলছেন এতো শীত!
বাড়ি পা-ওয়া পাওয়া, এমন সময় পিছনে টর্চ লাইটের আলো ধরে তাকিয়ে দেখি হঠাৎ একটা বিড়াল পিছু নিছে।
আমরা তাড়াতাড়ি যা-ওয়া শুরু করলাম বিড়ালটাও তাড়াতাড়ি পিছু নেয়।
বাসায় ফিরলে মামা ঘটনাটি খুলে বলল আমায় পরে জানতে পেলাম ঐটা বিড়াল ছিল না ঐটা ছিল জিন

Comments

    Please login to post comment. Login