Posts

গল্প

অদ্ভুত ১৫

June 12, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

125
View

এই ঘটনাটি একদম সত্য ঘটনা।আমি আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।আমার সাথে ছিল মা বাবা,৫ ভাই।সেদিন ছিলো শনিবারের রাত।নানু বাড়ির সাথেই ছিলো একটি কবরস্থান।যাই হোক আমরা নানা বাড়িতে পৌছে সবার সাথে কুশোলাদি বিনিময় হলো।আমরা নানু বাড়িতে পৌছলাম সন্ধার দিকে।সবাই রাতের খাবার খাওয়ার পর বাথরুমে যাওয়ার উপক্রম হলো।সবাই তখন ঘুমে বিভোর হয়ে আছে।চারিদিকে শুধু নিস্তব্ধতা।নানু বাড়ির বাথরুমটা একটু দূরে।ওখানে একটা বাশঝার ও ছিলো।শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়!আমি ভয়কে চেপে ধরে এগুলাম বাথরুমের দিকে।তারপর হঠাৎ কিছু অদ্ভুত আওয়াজ আসছিলো কানে।তারপর আমি তাড়াতাড়ি সেড়ে একদৌড়ে বারান্দায় তারপর ওদিকে তাকিয়ে দেখি হলুদ আগুনের মতো আলোর নাচানাচি!তারপর আমি সেখানেই অজ্ঞান।তারপর ওঠার পর দেখি আমি বিছানায়।সবাই আমার চারপাশে বসে আছে।একজন হুজুর এসে একটি তাবিজ দিয়ে গেছেন।তারপর নানু বললেন কিরে তুই বারান্দায় কিভাবে গেলি?আমি বললাম আমার বাথরুম পেয়েছিলো।নানু বললেন তাহলে তুই ডাকিসনি কেন?আমি বললাম তোমরা ঘুমিয়ে ছিলে তাই।তারপর সবাই আমাকে বকাঝকা শুরু করে দিলো।নানু বললেন আরে থামনা সবাই।তারপর নানু বললেন তুই ওখানে এভাবে পরে ছিলি কিভাবে?আমি বললাম ওখানে অদ্ভুত একটা আলোর নাচানাচি দেখেছিলাম,তারপরেই আমি অজ্ঞান।নানু বললেন হায় আল্লাহ!যদি বড় কিছু হয়ে যেত তোর।তারপর সবাইকে নানু ঘটনা খুলে বলেন ওখানে নাকি প্রায়ই এরকম হয়।রাতে কেউ ওখানে একা যেতে সাহস পায়না আর ও বাহাদুরি দেখাতে গিয়েছিলো নাকি-নানু বললেন। সমাপ্ত

Comments

    Please login to post comment. Login