Posts

কবিতা

কবিদের এপিটাফও একটি কবিতা

June 12, 2024

রফিকুল ইসলাম বাদল

274
View

বেঁচে থাকা মানেই জীবিত নয়; 

অনেক মৃতরা আজও সঞ্চারিত হয় সময়ের মান সেখানে শূন্য। 

অথচ; 

অবারিত পৃষ্ঠপোষকতায় ভূতের ছায়াগুলো 

জাপটে ধরে এবং ভয় পাওয়া মানুষ 

কোন এক গাছের মগডালে ঝুলে পড়ে। 

টেবিলের পা ভেঙ্গে গেলে' 

অনুকূলে ঝুকে পড়বার ঝোঁক 

বেঁচে বর্তে থাকা মানুষগুলোর ঋজু ছবি।

কতটা বয়স পার হলে 

দৃশ্যপটটার উল্টোপিঠটাকে দেখা যায় হিসেবে তালগোল আছে। 

উল্টো পিঠটাও হতে পারে যেরোক্স কপি। 

বর্তমান চর্চাতে রবীন্দ্রনাথ কিংবা আইনস্টাইনকে টেস্টটিউবে নার্সিং করা হয়।

মঙ্গলা পার হয়েই  মঙ্গল গ্রহ 

দেখার সাধ করি না। 

আমাকে মৃত বলা যেতেই পারে। যেখানে' 

কবিদের এপিটাফও একটি কবিতা।

Comments

    Please login to post comment. Login