পোস্টস

গল্প

রোমান্টিক ৩

১২ জুন ২০২৪

মাসুদ হোসেন

মূল লেখক মাসুদ হোসেন

কোন একদিন শীষের ভেজা ভোরে সে আমাকে এক নাগারে ডেকে যাবে। তার ডাকে আমি সারা দেব না। সে মিছে রাগ করে আমার থেকে অনেক দূরে চলে যাবে। আমিও তাকে খুঁজতে খুঁজতে চলে যাব অচিনপুরে। কিন্তু তাকে আমি কোথাও খুজে পাব না। কেটে যাবে অনেকটা বছর। সকলেই ভুলে যাবে তাকে, কিন্তু আমি ভুলতে পারব না। হঠাৎ একদিন পড়ন্ত বিকালে আচমকা দেখা হয়ে যাবে। চোখে চোখে দেখা,, এরপর কিছু প্রেরণাদায়ক অতীতের সৃতিচারণ করা হবে। হয়তো একটু বেশি হলে জিজ্ঞাসা করা হবে এতটা বছর কোথায় গিয়েছিলে? সে উত্তর দিবে। কিন্তু তার উত্তরটা শ্রবণ করার জন্য আমি একদমই প্রস্তুত থাকব না। সে আমার কর্ণকহরে নিজের গোলাপি ঠোঁটটা নিয়ে এসে নিজের ভিতর লুকিয়ে রাখা কথাগুলো বহিঃপ্রকাশ করবে। সে আমাকে বলবে সেদিন তোমার অপেক্ষায় ছিলাম কিন্তু তুমি আমাকে কোন পাত্তা দিলে না। এই জন্য আমি তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। তুমি কি জান আজ আমার ৪০ টা বছর অতিবাহিত হয়ে গেছে, তারপরও আমি কারওর সাথে কোন রকম সম্পর্কে জড়াই নি। তার কথা শুনে আমি একটু হাসব। এবং তাকে আমি জানিয়ে দিব আমিও আজ পর্যন্ত কারওর সাথে কোন রকম সম্পর্কে জড়াই নি। সে আমার কথা শুনে একটু আনন্দিত হবে। এবং আমাকে আগের দিনের মতো আবারও বলবে চলেননা একটু নদীর ধারে ঘুরতে যাই। আমি তাকে নিয়ে যাব একটা সুন্দর মনোরম পরিবেশে। এবং আমরা খুব শীঘ্রই রসুল সঃ এর আদেশটা পালন করে নিব। শেষটা অনেক বেশি সুন্দর হবে।