শুধু পার্থিব প্রয়োজনে নয়, কেউ একজন থাকুক; যে রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে। ঘুম ঘুম চোখে ওযুর শেষে যে মানুষটি তার আন্তরিকতার আস্তিনে মুখ মুছতে দিবে। দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে; ইয়াসীন, ওয়াল কুরআনিল হাকীম। কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে যোহর কাযা হয়ে গেলে। শাস্তি স্বরুপ রান্না বন্ধ রাখবে। কেউ একজন থাকুক আসর ছেড়ে অন্যকিছুতে আসক্তি দেখে যে শাসনের চোখ তুলে তাকাবে। কেউ একজন থাকুক, যে মাগরীব এর মুসাল্লা এগিয়ে দিবে। নামাজান্তে মনে করিয়ে দিবে; আল্লাহুম্মা আজির'না মিনান নার। কেউ একজন থাকুক, এশা হীন আলসেমিতে শুতে গেলে যে বলবে; আজ বিছানা বারণ। মৃদু আলোয়ারিতে যে একসাথে সুর তুলবে; তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক। কেউ একজন থাকুক, যে মাঝরাত্তিরে তাহাজ্জুদ এর সঙ্গি হবে। পূন্যকাজে আমার প্রিয় অর্ধাঙ্গী হবে।