Posts

গল্প

রোমান্টিক ৬

June 12, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

আমি শুধু তোমাকে চাই তোমাকে পেতে হলে আমি সবকিছু করতে রাজি আছি---- যদি বলো তো অ্যাঞ্জেল জলপ্রপাতের মাথা থেকে ঝাঁপ দিতে পারি যদি বলো তো যে সূর্যে কোনোদিন কেউ যাবার আশাও করে নি আমি না হয় সেই সূর্যের ভিতরে ঢুকে ঘুমিয়ে আসতে পারি যদি বলো তো মারিয়ানা খাতের তলদেশে বসে মাসের পর মাস বিনা অক্সিজেনে কাটিয়ে দিতে পারি যদি বলো তো সাহারা মরুভূমির বুকে একবছর জল না পান করেও কাটিয়ে দিতে পারি যদি বলো তো না ফেরার দেশে গিয়েও ফিরে আসতে পারি যদি বলো তো বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তরেও এক লাফে উঠে যেতে পারি যদি বলো তো নীল তিমির মুখে প্রবেশ করে তার পেট চিরে বেরিয়ে আসতে পারি যদি বলো তো আমাজন নদী থেকে অ্যানাকোণ্ডা সংগ্ৰহ করে আনতে পারি যদি বলো তো পদ্মার সব জল একাই একদিনে পান করে শেষ করে দিতে পারি যদি বলো তো কালাহারি মরুভূমি সবুজ বনানীতে ভরিয়ে দিতে পারি যদি বলো তো মাউন্ট কিলিমাঞ্জারোর মাথায় তোমার থাকার জন্য একটা বাড়ি বানিয়ে দিতে পারি যদি বলো তো তোমায় নিয়ে ঈশ্বরের বাসস্থান স্বর্গ থেকে ঘুরে আসতে পারি....। দ্যাখো আমি কত কিছু করতে পারি ভেবো না এখানেই শেষ যদি এখনই না শেষ করি তাহলে বোধহয় বিস্ময়ে তোমার দুই চোখ সত্যিই চিরদিনের জন্য দুই কোটর থেকে বাইরে বেরিয়ে আসবে ও দৃশ্য বড় ভয়ানক ও আমি দেখতে চাই না তাই আপাতত থামছি। এবার বলো, এদের মধ্যে অন্তত একটা কাজও তোমায় করে দেখালে তুমি আমার হয়ে যাবে তো? বলো না গো! বোঝো না এতটুকু আমি শুধু তোমাকে চাই আমি তোমার হতে চাই।

Comments

    Please login to post comment. Login