Posts

গল্প

রোমান্টিক ১১

June 12, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

মানুষ পরিবর্তনশীল।পরিবর্তন মানুষের নেশা।রক্তচোষা নেশা। তবে ভালো কিংবা মন্দ দুদিকই আছে। চোখের সামনে এত কাছের মানুষ টা ভিতরে ভিতরে কতো অচেনা কত দূরের থাকে বা হয়ে যায় তার কোন খবরই আমরা জানিনা। কেউ কেউ আপনাকে ততটা ভালোবাসছেনা যতটা আপনাকে দেখাচ্ছে। আর আপনি বিশ্বাস করে বসে আছেন। এই মানুষ গুলো কিন্তু বড্ড ভয়ানক। পৃথিবীতে সবচেয়ে অচেনা হচ্ছে মানুষ। তাই তুমি মানুষ বলেই এ-তো টা অচেনা আমার কাছে।

Comments

    Please login to post comment. Login