Posts

কবিতা

আমার মামা

June 12, 2024

তারিক হোসেন

Original Author ফারাজ হোসেন (বয়স ৭ বছর)

 আমার মামা
আমার মামা মস্ত মানুষ,
ইয়া বড় ভুঁড়ি।
সকাল বিকাল তিনি খান, 
পিঠা আর পুরি।

আদর স্নেহ ভালবাসায়,
নেই তার জুড়ি।
বেড়াতে গেলে সারাবেলা,
মামার সাথে ঘুরি।

মামা আমায় কিনে দিলেন,
লাল রংয়ের জামা।
কি যে খুশি লাগলো আমার,
বলা যাবে না।

মামার বাড়ি গেলে আমরা,
মনের সুখে বেড়াই।
আম-জাম পিঠা-পায়েস,
কত কিছু খাই।

মামা আমার ভালো মানুষ, 
মনটি তার ভালো।
সবার সাথে মিলেমিশে, 
ছড়ান তিনি আলো।

লেখাপড়ায় অনুরাগী সে,
সবার ভালো চায়।
মামার কাছে গেলে সবাই,
ভালো বুদ্ধি পায়।

ইচ্ছা করে মামার বাড়ি,
বারে বারে যাই।
সারাবেলা মামার সাথে,
ঘুরি আর বেড়াই।

আমার মামা মস্ত মানুষ,
ইয়া বড় নাক 
আর কিছু বলতে চাই না,
এই পর্যন্তই থাক।

Comments

    Please login to post comment. Login

  • Very nice poem.
    তারিক হোসেন 1 week ago