মামা
আমার মামা মস্ত মানুষ,
ইয়া বড় ভুঁড়ি।
সকাল বিকাল তিনি খান,
পিঠা আর পুরি।
আদর স্নেহ ভালবাসায়,
নেই তার জুড়ি।
বেড়াতে গেলে সারাবেলা,
মামার সাথে ঘুরি।
মামা আমায় কিনে দিলেন,
লাল রংয়ের জামা।
কি যে খুশি লাগলো আমার,
বলা যাবে না।
মামার বাড়ি গেলে আমরা,
মনের সুখে বেড়াই।
আম-জাম পিঠা-পায়েস,
কত কিছু খাই।
মামা আমার মস্ত মানুষ,
মনটি তার ভালো।
সবার সাথে মিলেমিশে,
ছড়ান তিনি আলো।
লেখাপড়ায় অনুরাগী সে,
সবার ভালো চায়।
মামার কাছে গেলে সবাই,
ভালো বুদ্ধি পায়।
মনটি চায় মামার বাড়ি,
যখন তখন যাই।
সারাবেলা মামার সাথে,
ঘুরি আর বেড়াই।
আমার মামা মস্ত মানুষ,
ইয়া বড় নাক
আর কিছু বলতে চাই না,
এই পর্যন্তই থাক।