Posts

নন ফিকশন

কোরআনের গদ্যে সুরা ইউসুফের তরজমা (পর্ব ১) (Premium)

June 12, 2024

আরমান

Original Author আরমান

আলিফ-লাম-রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি আরবি কুরআনরূপে; যাতে তোমরা বুঝতে পারো। আমি কাহিনি শোনাচ্ছি আপনাকে, সর্বোত্তম এক কাহিনি, আপনার প্রতি এই কুরআনকে ওহি করে পাঠিয়ে; আর নিশ্চয়ই এর আগে আপনি বেখবর ছিলেন (এ ব্যাপারে)। (এমন একটা সময়ের কথা ভাবুন) যখন ইউসুফ তার পিতাকে (গিয়ে) বলল, বাবা, আমি (স্বপ্নে) দেখেছি এগারোটি তারকা এবং চাঁদ ও সূর্য; আমি দেখেছি তাদের আমাকে সিজদা করতে। তিনি বললেন, পুত্র আমার, বলে দিয়ো না স্বপ্নের গল্প তোমার ভাইদের কাছে; তাহলে চক্রান্ত করবে তারা তোমাকে নিয়ে, গভীর চক্রান্ত; শয়তান তো মানুষের খোলাখুলি দুশমন। আর এভাবেই তোমাকে মনোনীত করবেন তোমার প্রভু; তোমাকে শেখাবেন যাবতীয় কথার মর্ম; এবং তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন তোমার ওপর এবং ইয়াকুবের বংশধরদের ওপর; যেভাবে নিয়ামতকে পরিপূর্ণ করেছিলেন ইতোপূর্বে তোমার পূর্বপুরুষ ইবরাহিম ও ইসহাকের ওপর; নিশ্চয়ই তোমার প্রভু চিরসর্বজ্ঞ চিরপ্রজ্ঞাময়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login