Posts

গল্প

রোমান্টিক ১৬

June 12, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

ছোট বেলায় যখন পঞ্চম শ্রেনিতে পরতাম একটা মেয়েকে পছন্দ করছিলাম।তখনকার পছন্দ মানে তো না বুঝে প্রেম করা। কিন্তু ভাবিনি এই না বুঝে প্রেম করাটা ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে।
চলুন আমার লাইফের এই মমান্তিক ঘটনার সাক্ষি হতে।
স্কুল থেকে আমার বাড়ির দূরুত্ব প্রায় ১ কিমি।
আমার স্কুলে খুব সুনাম ছিল, স্কুলের ফাস্ট বয় ছিলাম। প্রত্যেক শিক্ষক আমাকে ভালো জানতো। ছাত্র ছাত্রীর সম্মান করত। সবাই বন্ধুত্ব করত।
*
তখন থেকে তাকে পছন্দ করতাম। তার নাম ছিল খাদিজা। আই লাভ ইউ কথা কখনো তাকে বলতে পারতাম না, কারন সে একটু রাগি। এ কিন্তু আমি যে তাকে ভালোবাসি সে সেটা হয়তো বুঝতে পারছে। যা হোক আজ পরিক্ষা দিন টি ছিল একটি অন্য রকম দিন। সে যখন স্কুল আসল তার আগে ভেবে ছিলাম তাকে প্রফোজ করব।
কিন্তু ভয় ও লজ্জা আমাকে চুপ করিয়ে রাখল। যাক পরিক্ষা শুরু হল তিন ঘন্টার পরিক্ষায় আড়াই ঘন্টায় সব কম্পিলিট করে এখন ভাবছি বলব তাকে মনের কথা। কিন্তু সে তার আগে বলছে আমায় কি বলবে তাও কানে কানে। আমি হয়ত একটু খুশি এই প্রথম তার এতটা কাছে আসলাম। আমি খুশিতে ভুলেই গেছিলাম যে এটা পরিক্ষার হল। তখন যা ঘটালাম....

Comments

    Please login to post comment. Login