পোস্টস

কবিতা

অভিমানী মেয়ে

১২ জুন ২০২৪

Md Shariful Islam

তুমি যে অভিমানী মেয়ে,
চোখে তোমার জল মিশে থাকে,
বুকের ভেতর চাপা কান্না,
শান্তি তোমার খুঁজে ফেলে না।

 

সকালের রোদে চম্পার ফুলে,
দেখো তোমার রূপের ছায়া,
বাতাসে ভেসে আসে গানে,
তুমি যেন সুরের মায়া।

 

কিন্তু কেন এই অভিমান,
কেন চোখে লুকানো কষ্ট?
কেন যেন মেঘের মাঝে,
দেখতে পাও মনের বস্তু।

 

তুমি যে অভিমানী মেয়ে,
জানো না কি, তোমার হাসি,
বিশ্বটাকে করে দেবে রঙিন,
মুছবে দুঃখের ভাসি।

 

তুমি যদি একটু হাসো,
তোমার সব অভিমান ভুলে,
বিশ্বটা হবে সোনার দেউল,
সুখে ভরে যাবে মনের কূলে।

 

তাই বলি, অভিমানী মেয়ে,
তোমার হাসি দিয়েই জাগো,
অভিমান ভুলে একটু হাসো,
মনের কষ্ট সব ভাগো।