Posts

কবিতা

কোরবানির ঈদ

June 12, 2024

Md Shariful Islam

212
View

কোরবানির ঈদ, খুশির বাতাস,
প্রাণের মাঝে খুশির আমেজ,
ত্যাগের মহিমা, সবার হৃদয়ে,
প্রার্থনার ধ্বনি, চারিদিকে বাজে।

কোরবানির দিন আসে যবে,
সবার মনে আনন্দের ঝিলিক,
প্রিয় পশুর মেলার রঙে,
বাজার ভরে ওঠে চমৎকার সজ্জায়।

ছোট্ট শিশুর চোখে মুগ্ধতা,
বড়দের মনে উদারতার ঢেউ,
ঈদের সকালে নামাজ শেষে,
প্রতিটি ঘরে খুশির বন্যা বয়ে যায়।

ত্যাগের মাধ্যমে আসে শান্তি,
প্রিয়জনের সাথে ভাগ করে সুখ,
কোরবানির মাংস বিতরণে,
গরীব দুঃখী সবার মুখে হাসির ফুল।

সকালে সাদা পাঞ্জাবি পড়ে,
নামাজে সবাই মিলিত হয়,
হাত মেলানো, কোলাকুলি,
মনের দূরত্ব করে যেন সরে যায়।

রাঁধুনি মায়ের হাতে তৈরি,
সুস্বাদু খাবার, মুখে এনে হাসি,
পোলাও, কোরমা, রেজালা,
প্রতিটি ঘরে খুশির ঢেউ তোলা।

কোরবানির ঈদ, ত্যাগের শিক্ষা,
সবাই মিলে চলি সেই পথে,
প্রাণের মাঝে ভালোবাসার ঝিলিক,
ঈদের খুশি ছড়িয়ে পড়ে সর্বত্র।

কোরবানির ঈদ, খুশির বাতাস,
প্রাণের মাঝে খুশির আমেজ,
ত্যাগের মহিমা, সবার হৃদয়ে,
প্রার্থনার ধ্বনি, চারিদিকে বাজে।

Comments

    Please login to post comment. Login