Posts

কবিতা

একটা ঋণ

June 12, 2024

মা.হা.সুলতান

78
View


 

একটা ঋণ তো আমি করতে পারি,

ধরেন কথা দিলাম সময়মতো দিলাম না!

তবে ঋণটা রইলো।

আবার ধরেন আপনার সহিত তারিখে তারিখে 

হলো আলাপ,উত্তপ্ত অধৈর্যতার ছড়াছড়ি।

একটা ঋণ তো আমিও করতে পারি।

যেখানে পাওনাদারের দেনায় আমার মনোযোগ,

চাওয়া মাত্রই বলতেই পারি চরম প্রচেষ্টায় আছি।

আমি অতল জানি না,পাতালও বুঝিনা।

আকাশের কোথাও কী আছে কে জানে।

আমার অতো জানার দরকার নাই,আমার কেবল

একটা ঋণ চাই।

যে ঋণে প্রিয় মানুষরা খোঁজ নেয়,

হোক-না সেটা ঘৃণাভরে।

তবু আমার অই মানুষগুলারে পাইতে চাই।

একটা ঋণ পেলেই লাপাত্তা হয়ে যাই,

আমারে ধরার জন্য লোকের চালাকি দেখতে চাই।

ঠিক যতটা চালাকি করে প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না।

যতটা চালাকিতে হেসে হেসে মিথ্যা সাজাও।

ঠিক ততটা স্বরণে আমায় ভাসাও,আমারে একটা ঋণ দাও,

ওহে দুনিয়ার তাবৎ ভালো লোক।

Comments

    Please login to post comment. Login