পোস্টস

কবিতা

তুমি আমাকে হারিয়েছো সেই কবে

১২ জুন ২০২৪

মোঃ রাহাদ আলী সরকার

              

তুমি আমাকে হারিয়েছো সেই কবে,এই চেনা নগরীতে 
যেমন করে হারায় ক্লান্ত পথিক অচেনা ভীড়ে
তুমি আমাকে মুছে দিয়েছো,অজস্র গ্লানিতে
বারংবার ঝেড়ে ফেলেছো ক্ষুদ্র ধুলিকনার মতো,
দুমড়ে মুচড়ে করেছো বিষাদগ্রস্ত,ব্যথিত হৃদয়।

তুমি আমাকে সেই কবেই হারিয়েছো,আবছা আলোয়
অন্ধকারাচ্ছন্ন নিশীথে,দুঃস্বপ্নের মতো
জীর্ণ করেছো সকল আকুলতাকে,অবহেলার চাদরে।
ক্ষীণ করেছো এ কন্ঠের বুলিকে,না বলা কথা কে
মলিন করেছো হাস্যজ্জ্বল সে মুখবিবর,জীবনের রঙ
তুমি আমাকে সেই কবেই ভুলেছো
যেমন করে ভুলে মানুষ অতিতের সব শোক।

তুমি আমাকে হারিয়েছো সেই কবেই,এক শরতে
উড়ো মেঘের মতো ভেসে গিয়েছি,কত পথ ধরে
অতঃপর,অতঃপর হয়েছি বিলীন পৃথিবীর বুক চিড়ে
হারিয়েছি হেমন্তের হলুদে,হালকা কুয়াশার ভীড়ে।
কখনো ছুয়ে দেখো নি আমায়,
বসন্তের গন্ধহীন শিমুল কিংবা কামিনী
ঝড়ে পড়া শিউলির মতো করে।

তুমি আমাকে হারিয়েছো,হারিয়েছো সেই কবে
সুখাচ্ছন্ন স্মৃতির মতো,পুরনো সে বইয়ের খামে
হারিয়েছো আমায়,যেমন করে হারিয়েছো তোমার প্রিয়
তোমার প্রিয় সে বেলি গাঁথা মালাকে,ভেঙ্গেছো আমায়।
তুমি আমাকে হারিয়েছো,যেমন করে হারায়
মানুষ তার শৈশবের দিনগুলিকে,পড়ন্ত বিকেল বেলা
গোধূলির লালে আভাসিত সে রক্তিম আকাশকে
প্রিয় সব বন্ধু,প্রিয়জন,প্রিয় খেলনা সে পুতুলকে।
সবশেষে করেছো একা
যেমন একা দাড়িয়ে থাকে,পাতা ঝড়া এক দেবদারু 
অসহায় চাহনিতে চেয়ে থাকা বেদুইন ।

তুমি আমাকে হারিয়েছো সেই কবে,স্তব্ধ করেছো
দিয়েছো শুধু সহস্র আর্তনাদ,কান্না ভেজা দু-চোখ 
বিষন্ন ভায়োলিনের সুরের মতো ক্ষয়ে যাওয়া হৃদয়।
তুমি আমাকে থমকে দিয়েছো,অতঃপর হারিয়েছো
হারিয়ে গিয়েছো সেই কবে।