পোস্টস

কবিতা

পাপের পথ ছেড়ে (প্রিমিয়াম)

১২ জুন ২০২৪

linkon abrar


দু'দিনের এই দুনিয়ায়
মজেছো তুমি কিসে!
সকাল দুপুর সন্ধ্যাবেলা
কাটছো কেমন করে!

নামাজ নেই!
রোজা নেই!
নেইতো ভালো কাজ!
ক্ষমতার দাপটে দেখি-
বড়াই কারো আজ!

পাঁচ ওয়াক্ত নামাজ জানি,
সতন্ত্র এক কাজ!
কাফের মুশরিক থেকে পৃথক রাখে,
ভুলেই গেছো আজ!

আত্মাকে তোমার অভূক্ত রেখে,
শরীরে তেল মেখে-
বাড়াও ভুঁড়ি!
বাড়াও চর্বি!
তা তো পোঁকায় খেয়ে নিবে!

শেষ বিচারের দিনে যখন,
মুখে তালা মেরে!
হাত পা সব সাক্ষী দিবে,
তখন কেমন মজা হবে!

চুলের মুঠি ধরে যখন
জাহান্নামে দিবে!
আগুনে দেহ পুড়ে যাবে
জীবন রয়ে যাবে!

তাইতো বলি লোভ লালসা
সবই ছেড়ে দিয়ে!
আলোর পথে এসো ফিরে
পাপের পথ ছেড়ে!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।