এক ভীষণ দুঃসময় জীবনের উপর বয়ে চলেছে
হত্যাও ভয়ানক পাপ যদি সেটা নিয়ম বহির্ভূত করা হয়।
নিজের প্রথম প্রেমকে ঘৃণা ছুড়তেই বোলে যায়— ভালোবাসা হলো সেই পথ যার শেষ গন্তব্য নরক।
টাকার জন্য অসৎ হওয়া মানুষ হয়তো তুমি দেখেছো—কর্নেলিয়া জানো কি
ভালোবাসায় প্ররোচিত কবিদের সামনে নতমুখে থাকতে হয়?
কিছুক্ষণ আগেই একটি দুর্বল বাস পিষে যায় একজন কবিকে
অর্ধমানব দেখে ডাক্তার নিজেও ভুলে গেছেন চিকিৎসার বিদ্যা
পৃথিবীর সকল জ্ঞান এসে থেমে যায় মৃত্যুর সামনে—
বাঁচার আকুতি জানিয়েও বেঁচে না থাকার দৃশ্য এখানেই দেখা যায়।
আমার চোখ দুটো রেখে দিতে পারেন—দেখার অপরাধ যেহেতু করেই ফেলেছি—
কী লাভ যদি এই চোখ প্রেমিকার শেষ পরিণত না দেখে।
এবং পরস্পরকে এই বোলে অভিবাদন জানিয়েছি আমাদের দ্যাখা না হোক।
কবি মরে গেলে প্রেমিকাদের অন্যত্র বিয়ে হয়ে যায়—পাখিদের সমাজে দেখা যায় শোকাবহ চিৎকার—
যদিও উভয়ের কাছে থেকে সে পেয়েছিলো প্রত্যাখান।
আরও কিছুটা দুঃখ অর্জনের জন্য হলেও নতুন করে প্রেমে পড়া উচিত—
জনশ্রুতি আছে মৃত্যুই নাকি আমাদের শেষ প্রেম।
123
View