পোস্টস

সত্তাশ্রয়ী

"আমি আমার বাবার পাশে থাকলেও নিরাপদ অনুভব করি না।"

১২ জুন ২০২৪

নাঈমা

সম্প্রতি থাপ্পড় নামে দেখা এক মুভির কথা। এই মুভিতে একজন দায়িত্বশীল স্ত্রীকে তার স্বামী একটি থাপ্পড় দেয়। এরপর প্রথমবারের মতো স্ত্রীর মনের গহীনে উঠে আসে মাথা উঁচু রেখে বাঁচা, সুখের সঙ্গে সম্মানেরও প্রয়োজনীয়তা বোধ। আর এই এক থাপ্পড়ই শেষ পর্যন্ত ডিভোর্সের কারণ হয়। সবাই ভাবলো, কেবল একটি থাপ্পড় ডিভোর্সের কারণ! কিন্তু যারা সত্যিকারার্থেই মেয়েটির ভাবনা বুঝেছে, তারা জানে সে ভুল কিছু করেনি।