পোস্টস

কবিতা

অনুশোচনা

১৩ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

পদে পদে, প্রতি পদে, জড়ায়ে পাপে,

মুক্ত না হতে পারি,

আশা নিরাশার দোলাচলে চলি,

দিবা-নিশি এমনি করি।

কখনো শয়তান, নিজের নাফস,

দুনিয়ার মন্দ সব,

হৃদয় গহীনে বাসা বেঁধে চলে,

চালায় যতো তান্ডব।

সহজ সরল পথের সন্ধানে ছুটি,

দিনমান কেন বিপথে চলি!

ঘুমের জোয়ারে ক্লান্ত দু'চোখে,

আপনারে লয়ে,ব্যস্ত নিশিতে।

কোথায় মাগিব দু'দন্ড শান্তি,

কেমনে ভূলিব জমানো ক্লান্তি,

কাঁদিব কোথায় পথযে হারায়,

আপনার ভূলে, পথ ভূলে যায়।

ভূল করে করে, নিঃস্ব আজি,

কোথাও কি কিছু আছে বাকি!

চারিদিকে দেখি মরু মরিচীকা,

আশার দোয়ার হারালো কোথা!

ভাঙ্গিতে ভাঙ্গিতে ক্ষীণ মনোবল,

অনুশোচনার অস্থির মরুঝড়।

আশার দীপালী নিভু নিভু কভু,

তবু স্বস্থি, জাগে তাওহীদ, মনে প্রভু!

আশ্রয়হীনের সেরা আশ্রয়,

সর্বোত্তম করুণার আলয়,

নিরাশার মাঝে আশার আলো,

বাঁচিবার তরে পিদিম জ্বালো।

নূতন আশার ঝলকানিতে,

জীবন পথের বাঁকে বাঁকে,

অসীম শান্তি-স্বস্থি মিলে,

তোমার অশেষ রহমতে।

করুণাধারা চায় অবিরাম,

দেশ ও জাতির তরে অফুরান।

পাপ ও তাপের পথ হারাবে,

লক্ষ্য-পথের যোজন দূরে।

রাত ১১ টা,

২৩/১২/২০১৭।

মধুবাগ, বড়মগবাজার,

রমনা , ঢাকা।