আমি বর না সেজে বিয়ে করেছি,
পেয়েছি কনে সংসার,
শান্তির নীড় পেয়েছি উপহার,
নেই কোন দুঃখ আমার।
জীবনের দিগন্ত, উন্মোচিত হলো,
অপরুপ গুলবাগ,
সুবাসিত সমীরণ, তারাময় আকাশ,
পূর্ণিমায় পূর্ণ রাত।
অসীম স্বপ্ন দৃষ্টি জুড়ে,
স্বপ্নের পথে হাঁটি
বাস্তবতার রৌদ্র খর তাপে,
স্বপ্নীল পৃথিবী খাঁটি।
বন্ধুর পথ, আর দিকপালহীন,
জীবনের সব মোহনায়,
পলে পলে সাথে রবে,
শংকিত পথ চলায়।
২৬/১০/২০১০ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
ভাদুঘর, সদর, বি-বাড়ীয়া-৩৪০০।
84
View