মেধার স্বত্ব
রোদ আমায় পুড়িয়ে দিলো,
আমি কষ্ট পাইনি
বৃষ্টি হবে ভেবে।
মেঘ আমায় থমকে দিলো,
আমি কষ্ট পাইনি
বজ্র আসছে দেখে।
বৃষ্টি আমায় ভিজিয়ে দিলো,
আমি কষ্ট পাইনি
হাওয়া বইছে বলে।
কোটা আমায় বিষিয়ে দিলো,
তবুও আমি কষ্ট পাইনি
মেধার জয় হবে জেনে।
This is a premium post.