Posts

গল্প

মজার ঘটনা ৬

June 13, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

83
View

এক জন বিরাট ধনী তার
বাগান- বাড়ির পেছনের
পুকুরে কুমির পুষতেন। একদিন
তিনি তার বাড়িতে
বিশাল এক পার্টি দিলেন।
নানা জায়গা থেকে বহু
লোক এলো সেই পার্টিতে।
প্রচুর মদ্যপান আর খাওয়া
দাওয়ার পরে পুরাতন কালের
মহারাজদের স্টাইলে ধনী
লোকটি ঘোষণা করলেন:-
যে সাহস করে কুমির ভর্তি
পুকুরটি সাঁতরে পার হতে
পারবে ।
তাকে তিনি হয় এক কোটি
টাকা দেবেন, না হয় তিনি
তার কাছে তার
সুন্দরী কন্যাকে সমর্পণ
করবেন।
কথাটি শেষ না হতেই ঝপাং
করে একটি শব্দ।
দেখা গেল এক জন লোক প্রান
পণে সাঁতরাচ্ছে আর তার
পিছনে তিনটা কুমির তাড়া
করছে। সবাই পাড়
থেকে লোকটা কে অজস্র
উৎসাহ জুগিয়ে চলল। লোকটা
অবশ্যই ভালই সাঁতার কাটে
তার উপর প্রাণের মায়া।
কোন মতে হাঁপাতে
হাঁপাতে অক্ষত অবস্থায়
অন্য পাড়ে উঠলো।
ধনী লোকটি এগিয়ে এসে
লোকটির হাত ধরে বললেন :-
আমি বিশ্বাস করতে
পারিনি, এত সাহস
দেখানোর মত ক্ষমতা কারও
থাকতে পারে।
ইয়ং ম্যান তুমি কি চাও?
আমার কন্যা,
-না এক কোটি টাকা?
লোকটি তখনও হাঁপাচ্ছে।
হাঁপাতে হাঁপাতে বলল,
আমি আপনার কন্যাকেও
চাইনা,আপনার এক কোটি
টাকাও পেতে চাই না।
আমি শুধু জানতে চাই আমারে
ধাক্কা মারছে কে....?

Comments

    Please login to post comment. Login