পোস্টস

গল্প

উচ্চ বিদ্যালয় ১৩

১৩ জুন ২০২৪

মাসুদ হোসেন

মূল লেখক মাসুদ হোসেন

ছোটবেলা থেকেই শিক্ষকদের সম্মান করার ব্যাপারে খুবই সচেতন।স্কুল বা টিউশন ক্লাস থেকে ফেরার পর চিন্তা করতাম ভুলবশত কারো মনে কষ্ট দিয়ে ফেললাম না তো।
কিন্তু ম্যাজিস্ট্রেদের মন থেকে ততটা সম্মান করতে পারতাম নাহ্।কারণ হিসেবে বলা যায় ছোটবেলা থেকে শুনে আসতাম উনারা খুবই গম্ভীর,কঠোর কিংবা বদমেজাজি ধরনের।তাই একধরনের রাগ কাজ করতো তাদের উপর,কেননা "বিদ্বান সজ্জনদের করে তোলে বিনয়ী আর দুর্জ্জনদের করে তোলে অহংকারী" কথাটা আমার মাথায় ছিলো।

এমনি করে একদিন হয়ে গেলাম এস এস সি পরীক্ষার্থী এবং অংশগ্রহন করলাম এস এস সি পরীক্ষা-২০২০ এ।ভালোই দিচ্ছি পরীক্ষা।


তো একদিন এক মহিলা ম্যাজিস্ট্রেট আসলেন আমাদের হলে।এসে সরাসরি আমার খাতাটা হাতে নিলেন এবং ঘাটাঘাটি করে আমাকে জিজ্ঞাসা করলেন
--গোল্ডেন আসবে? আমার গম্ভীরভাবে উত্তর
--আশা তো আছে।
--ইনশাআল্লাহ।
--জ্বি।
তারপর চলে গেলেন ঐ দিন।আরেকদিন আসলেন হাইয়ার ম্যাথ পরীক্ষার সময়। আবারো জিজ্ঞাসা
--তুমি না ফার্স্ট বয় ছিলা?(আগেই পরিচয় পেয়েছিলেন)
--হ্যাঁ (গম্ভীরভাবে)।
--জে এস সির রেজাল্ট কী? এ প্লাস?
--নাহ..4.29!
--ওহ..।এই বলে চলে যাচ্ছিলেন।যেতে যেতে বললেন --কথাটা নরম করে বললে ভালো হতো।কথা আরও নরম করে বলা শিখবা! আমিতো পুরাই হতবাক(!)।আমি কি বললাম আর উনি কি শুনতে পেয়েছিলেন কে জানে?(।)তবে নরম করে কথা কিভাবে বলে,সেটা আর শিখতে পারলাম নাহ্।