Posts

গল্প

মজার ঘটনা ৮

June 13, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

189
View

আমার নাম নিয়ে অনেক ঝামেলায় আছি। তাতো জানেন নিশ্চয়ই। কী ঝামেলা, সেটা তো আর জানেন না।

এই নাম নিয়ে যেসব অদ্ভুত অভিজ্ঞতা(আসলে মজার অভিজ্ঞতা) হয়েছে আমার সাথে তারই কিছু নমুনা তুলে ধরলাম। আগের নিমকিতে স্কুলের নিমকি খেয়েছেন। এবার ঘরেরটাও খান।

                                             ১

আমি ঢাকায় থাকি। তো আমাদের বিল্ডিংয়ে ঠিক আমাদের পাশের ফ্ল্যাটে থাকতেন আমাদের বাড়িওয়ালারা।
অত্যন্ত দুঃখজনক ভাবে বাড়িওয়ালার দুই মেয়ে ও এক ছেলে ছিল। পাঠক ভাবছেন যে এটা কেন দুঃখজনক ঘটনা হবে। দাঁড়ান বলছি। যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখনকার ঘটনা।
বাড়িওয়ালার একটা মেয়ে ছিল আমার সমবয়সি। আর আরেকটা আপু ছিল দুই ক্লাস সিনিয়র। ছেলেটা অনেক ছোট। তিন-চার বছর বয়স।

বড় আপুটার নাম ছিল নোভা। আর যে জিনিসটা খুবই  দুঃখের তা হলো, ছোট মেয়েটার নাম ছিল প্রভা!!!
এখন যে সমস্যাটা হতো তা হচ্ছে পাশাপাশি ফ্ল্যাট হওয়ার জন্য জোরে কথা বললে সব শোনা যেত। আবার দুই ফ্ল্যাটের জানালার অবস্থানও ছিল পাশাপাশি। যার জন্য কোনো কথা একটু জোরে বললে শোনা যেত।

আম্মু আমাকে যখন প্রভা নামে ডাকতো তার একটু পর ঐ "প্রভা" নামধারী মেয়েটা আমাদের বাসায় এসে জিজ্ঞেস করতো যে, "আন্টি/আংকেল, আমাকে ডেকেছেন?"
আবার ওদের বাসার কেউ যখন ঐ "প্রভা" নামধারী মেয়েটাকে ডাকতো তখন আম্মু মাঝে মাঝে মনে করতো যে ওরা আমাকে ডেকেছেন। তাই আমাকেও লক্ষী ছেলের মতো ওদের বাসায় গিয়ে জিজ্ঞেস করতে হতো, "আন্টি/আংকেল/নোভা আপু, আমাকে ডেকেছেন?"
 

                                             ২

এই ঘটনাটা কিন্তু "প্রভা" নাম নিয়ে ঘটেনি। বরং মেহেদী নাম নিয়ে ঘটেছে! এটা ক্লাস ফাইভের ঘটনা।
আমাদের বিল্ডিংয়ের আমাদের উপর তলায় "মেহেরীন" নামের একটি মেয়ে আর তার মা থাকতো। ওর বাবা থাকতো বিদেশে।

কীভাবে যেন আন্টি "মেহেরীন" বলে ডাকলে কখনো কখনো সেটা "মেহেদী" শোনাতো। আমাদের এলাকায় কোনও শোরগোল না থাকায় এক বাসার শব্দ আরেক বাসায় স্পষ্ট শোনা যেত।
বুঝতেই পারছেন পাঠক এরপর কী হতো।

আমাকে আম্মু জোর করে পাঠাতো ওপর তলায়। যতই বলতাম, "আন্টি মেহেরীনকে ডেকেছে।" ততোই আম্মু বলতো যে,"না, তোমাকে ডেকেছে।"
বাকিটুকু আপনিই কল্পনা করুন, পাঠক।
 

                                             ৩

প্রভা নাম, মেয়েদের নাম। এটা মানছি। কিন্তু, মেহেদী হাসান নাম তো ছেলেদের। তাহলে সবাই কেন প্রভা নামের দিকেই নজর দেয়???

আমার আম্মু একজন স্কুল শিক্ষিকা। হাইস্কুলে পড়ান। তার উপর স্কুলটা গার্লস স্কুল।
তো স্কুল থেকে একবার কয়েকজন বড় আপু তাদের এস.এস.সির টেস্ট পরীক্ষার জন্য সাজেশন নিতে আমাদের বাসায় আসলো।
আম্মু তাদেরকে বসতে বললেন। তারা বসে বসে গল্প করছে আর বাসা দেখছে।(স্কুলের ম্যামের বাসা, চাট্টিখানি কথা নাকি!)
হঠাৎ একটা আপু আমার একটা খাতা খুঁজে পেল। কীভাবে তা বলতে পারি না। হয়তো ডাইনিং টেবিলে ছিল।

আম্মু তাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসার পর,
 

- ম্যাম, আপনি আমাদেরকে বলেন নাই কেন যে আপনার মেয়ে এবার জে.এস.সি পরীক্ষা দিবে।(আপুরা)


-- কই, আমার মেয়ে তো মাত্র ক্লাস টু তে পড়ে।(আম্মু)
 

- ম্যাম, তাহলে এটা কার খাতা?


-- দেখি। (খাতা দেখার পর) ওহহোহোহো।(আম্মু অনেক হাসছে।) দাঁড়াও আমার মেয়েকে ডাকছি।................এই প্রভা, একটু এদিকে এসোতো। আম্মুর জন্য একটা লাল কলম আনো।
***
আমি গিয়ে আম্মুকে লাল কলম দিয়ে আসলাম। তবে এটা লক্ষ্য করেছিলাম যে আপুরা কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল।
***
-- দেখলা আমার মেয়েকে। দোয়া কইরো ওর পরীক্ষার জন্যে।(আম্মু)
********
আম্মুর ভাষ্যমতে তখন আপুদের চেহারা ছিল দেখার মতো। তারা নাকি পুরো বোকা হয়ে গিয়েছে।
তবে আম্মুর কাছ থেকে পুরো ব্যাপারটা জানার পর তাদের সেকি হাসি!!!

Comments

    Please login to post comment. Login