♪♪লালা লা,লালা,লা লা লা♪♪
গাইতে গাইতে ক্লাসরুমের দরজার সামনে দাড়ালাম।নাহ্, বেশ ভালো সময়েই এসেছি।ফার্স্ট ব্রেঞ্চের পশ্চিম দিকটা ফাঁকা আছে।মনের সুখে সেখানে গিয়ে বসলাম।দেখলাম ক্লাসে তমালদাদা, মিথুন, তমা, আরও কয়েকজন বসে আছে।শুধু শুধু বসে আছে।কথা বলছে না, খেলছেও না, শুধু শুধু বসে আছে।
আমিই কথা পাড়লাম।
আমিঃ এই মোটা, কাল বিকেলে কোথায় ছিলি রে? angryতোদের বাসায় গিয়েছিলাম। আন্টি বললো তুই ঘোড়ার জন্য ঘাস কাটতে গেছিস!gj
মিথুনঃ হুহ, মা এটা বলে নিrasras
আমিঃ যাই হোক, তুই তো কখনো বলিস নি তোর সমবয়সী অত্তো কিউট একটা ভাই আছে তোরhuhবলিস নি কেন?devil
মিথুনঃ আমার ভাই আছে, তবে ও তো পিচ্চি।তুই কি বলছিস এসব?
আমিঃ তোর ঘরে যে ছবি টানানো! আন্টিকে বললাম,'ওটা কে?' আন্টি হেসে বললো,'কেন? আমার ছেলে।'
মিথুনঃgjgjgjgjgj
আমিঃ ওরকম হাজারটা দাঁত বেড় করছিস কেন?
মিথুনঃ ওটা তো আমার ছবিgj।
আমিঃ কিহ,,gj তোর কোন জন্মের ছবি ওটা? এত্তো কিউট কবে হয়েছিলি?
মিথুনঃ এভাবে প্রশংসা করিস না।নিজেকে সালমান খান সালমান খান লাগছে।
আমিঃrasrasras
হায়রে এডিট রে!মানুষটাকেই বদলে দিলি, এডিট! তাও আবার ছেলেদের ছবিকে!
আমি অবাকের ওপর অবাক,তার উপর অবাক gj
তারপর যথারীতি ক্লাস চললো।স্কুল ছুটিও হলো।আমরা সবাই একসাথে বাড়িতে ফিরছি।এমন সময় এক বান্ধবী বললো,' চল তো সবাই কসমেটিক্স -এর দোকানে দরকার আছে,তাই এদিক দিয়ে চল।'
কারোর কোনো আপত্তি না থাকায় আমরা দোকানের পাশ দিয়েই গেলাম। সেখানে সবাই কেনা কাটা আরম্ভ করলো।আমিও টুকটাক জিনিস কিনলাম।
তারপর আমার চোখ গেল পাশের দোকানের দিকে। সেখানে একজন মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে আছেন।বাচ্চাটা না হেব্বিইইই কিউট।আমি দৌড়ে গেলাম সেখানে। উনাকে বললাম,'বাচ্চাটাকে কি আমি কোলে নিতে পারি?'
উনি বললেন, হ্যাঁ, অবশ্যই।
আমি কোলে নিলাম, আদর করতে লাগলাম।হঠাৎ কেমন গরম গরম লাগছিলgj.।দুর্ভাগ্যবশত, বাচ্চাটা ডাইপার পড়ে ছিল নাgj। আমি উনার কোলে দিয়ে কান্না শুরু করলাম।আমি এখন বাড়ি যাব কেমনে? এ্যাঁ,এ্যাঁ,এ্যাঁ,এ্যাঁweepweep কি যে বিরক্তিকর অবস্থা।
আপনারা ভাবছেন এটা 'মজার অভিজ্ঞতা' শ্রেণিতে কেন দিলাম? কারণ মজা পাইছে, খুউব মজা পাইছে আমার শয়তান বন্ধু-বান্ধবীরা।সবগুলা, চল্লিশটা করে দাঁত বের করে ছিল।
gjgjgjgjgjgjgjgjgj
সমাপ্ততততততততততততততততততত